চলো বহুদুর

সবসময় যে শুধু হাঁটতেই হবে, এমন কোনো কথা নেই। আগেকার যুগে অন্ধ ভিক্ষুকরা হাতে প্লাস্টিকের বাটি নিয়ে রাস্তায় শুয়ে গড়াতো। বাটির রং অবশ্য গোলাপী…
রাস্তায় গাড়িঘোড়া কম থাকায় তাদের এভাবে গড়িয়ে গড়িয়ে চলতে অসুবিধা হত না। এদের নিয়ে শিরোনামহীনের একটা গান আছে –
“তুমি চেয়ে আছো তাই
আমি পথে শুয়ে যাই
শুয়ে শুয়ে গড়াতে গড়াতে
বহুদুর যেতে চাই…”
আসল সত্যটা হলো, ইদানিং অনেক কিছুই বিরক্ত লাগে। বিরক্ত লাগার যথেষ্ট কারণও আছে। এরকম সময়ে লোকালয় ছেড়ে অনেক দুর যেতে ইচ্ছে হয়। শুয়ে শুয়ে, গড়াতে গড়াতে…
No Comments